যৌতুক চাওয়ার অভিযোগে মোরসালিনের বিরুদ্ধে মামলা তাঁর স্ত্রীর


 যৌতুক চাওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এই মামলা করেন সেঁজুতি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই মোরসালিন তাঁর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। একপর্যায়ে যৌতুকের জন্য সেঁজুতিকে মানসিকভাবে চাপ প্রয়োগ, এমনকি নির্যাতনও করা হয়।


অভিযোগে আরও বলা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সেঁজুতির বাবার সাভারের বাসায় যান মোরসালিন। তখন এই ফুটবলারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলেন সেঁজুতি। এর মধ্যেই মোরসালিন বলে উঠেন, ‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি। ’ তখন সেঁজুতির বাবা–মা মোরসালিনকে অনুরোধ করে বলেছিলেন ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের। এ কথা শোনার পর মোরসালিন উল্টো তাদের গালাগালি এবং হুমকি–ধমকি দিতে থাকেন।

এ প্রসঙ্গে আজ মোরসালিন প্রথম আলোকে বলেন, ‘যেহেতু মামলা হয়েছে, আমি আইনিভাবেই এটার মোকাবিলা করব। ’

মোরসালিনকে নিয়ে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বরে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় মোরসালিনসহ বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারকে কাস্টমস আটকায়। তাদের কাছে ৬৪ বোতল মদ পাওয়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। পরে এই পাঁচ খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় বসুন্ধরা কিংস।

একই বছরের জুনে জাতীয় দলে অভিষেক হয় মোরসালিনের। এখন পর্যন্ত দেশের হয়ে ৯ ম্যাচে ৪ গোল করেছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url