Who is the proponent of the concept of Three Zeros?
Amartya Sen
Dr. Muhammad Yunus
Simon H.
Johnson Billgates
Three Zeros ধারণার প্রবর্তক হলেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
Three Zeros ধারণা কী?
ড. ইউনূস "Three Zeros" ধারণার মাধ্যমে একটি বৈপ্লবিক অর্থনৈতিক ও সামাজিক মডেল উপস্থাপন করেছেন, যার লক্ষ্য হলো এমন একটি পৃথিবী গঠন করা যেখানে থাকবে:
- Zero Poverty (শূন্য দারিদ্র্য): দারিদ্র্যমুক্ত একটি সমাজ তৈরি।
- Zero Unemployment (শূন্য বেকারত্ব): প্রত্যেক ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ পাবে।
- Zero Net Carbon Emissions (শূন্য কার্বন নিঃসরণ): পরিবেশ দূষণহীন টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
ড. ইউনূস এই ধারণার মাধ্যমে অর্থনৈতিক অসমতা দূর করে সামাজিক ব্যবসা (Social Business) ও টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়েছেন। তাঁর মতে, সমাজের প্রতিটি ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারে।
0 Comments