নায়িকার সঙ্গে কে এই যুবক


১১ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। প্রেমের সম্পর্ক ৩ বছরের, তবে বন্ধুত্ব ১০ বছরের। ফেসবুকে পরিচয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। একটা সময় নিজেরা ভাবলেন, সম্পর্কটা প্রেম–ভালোবাসায় রূপ দেওয়া যায়। সেভাবেই এতটা বছর চলছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রেমিকের সঙ্গে স্থিরচিত্র প্রকাশ করেছেন। প্রেমিকের নামধাম না জানালেন, জানালেন পরিচয়। বললেন, পেশায় সফটওয়্যার ডেভেলপার। পারিবারিকভাবে এই ব্যবসার সঙ্গে জড়িত মেঘলা মুক্তার প্রেমিক। আজ সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে প্রেমের খবর স্বীকার করেছেন এই চিত্রনায়িকা।

এ মুহূর্তে শ্রীলঙ্কায় আছেন মেঘলা মুক্তা। জানালেন, মাকে নিয়ে বেড়াতে গেছেন। ফিরবেন আগামী বুধবার।



সাধারণত ফেসবুকে নিজের কাজকর্ম ও ব্যক্তিগত বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করে থাকেন মেঘলা মুক্তা। হঠাৎ করে তাঁর প্রোফাইল পিকচার এবং কাভার ফটোতে এক যুবককে দেখা গেল। এতে রহস্য তৈরি হয়। এ প্রসঙ্গ উঠতেই মেঘলা মুক্তা জানালেন, নায়িকাদের একটু রহস্যজনক আচরণ না থাকলে কি চলে! তাই একটু রহস্য থাকুকই না। সবাই কথা বলছে, বলুক। প্রেমিকের নাম জানতে চাইলে বললেন, ‘আমি আসলে নামটা জানাতে চাই না। পরে দেখা যাবে সবাই আমার প্রেমিককে ফেসবুকে খোঁজাখুঁজি করতেছে। এ কারণে নামটা প্রকাশ করতে চাইছি না।


বাংলাদেশের কিছু ছবিতে ছোট কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। অনেকের মতে, সব দিক থেকে যোগ্য হওয়ার পরও দেশের চলচ্চিত্রে উঠতি এই নায়িকার মূল্যায়ন সেভাবে হয়নি। ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’ ছবিগুলোতে ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই নায়িকা সবচেয়ে বেশি আলোচনায় আসেন তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’তে অভিনয় করে। শুরুর দিকে র‍্যাম্পে কাজ করেছেন মেঘলা। মডেল হিসেবে কাজ করেছেন বিলবোর্ড আর গানের ভিডিওতে। বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন থেকে নাম লেখান সিনেমায়।



সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মেঘলা মুক্তা বললেন, ‘আমার প্রেমিক সিলেটের, আমি পটুয়াখালীর। আমাদের পরিচয়টা হয় ফেসবুকে, ১০ বছর হতে চলেছে। শুরুটা বন্ধুত্বের ছিল। এরপর মনে হয়, সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়া যায়। তারপর আমরা প্রেম ও ভালোবাসার সম্পর্কে জড়াই। বিষয়টাতে একটা সময় আমাদের দুই পরিবারও যুক্ত হয়। সবার কথাবার্তায় আমরা বিয়ের সিদ্ধান্তও নিয়েছি। আগামী বছর বিয়ের মৌসুমে আমাদের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা চলছে।’


মেঘলা মুক্তা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবির নাম ‘পায়ের ছাপ’। এরপর তিনি শুটিং শেষ করেছেন সাজ্জাদ হোসেনের ‘কাঠগোলাপ’ ও আওয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’ চলচ্চিত্রের। এরপর কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও দেশের বর্তমান পরিস্থিতিতে আর সেসব কাজ আগায়নি।







 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url