বাংলাদেশ দেখিয়ে দিল, কীভাবে চট করে সিঙ্গাপুর হওয়া যায়
সামাজিক যোগাযোগমাধ্যম অদ্ভুত এক জায়গা। সেখানে ট্রেন্ড ধরতে পারলে আপনি আছেন, নইলে নিজ ‘দেশে’ থাকতে হবে পরবাসী হয়ে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের কমিউনিটিতে দুটো ট্রেন্ড চলছে—সদ্য নির্বাচিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সদ্য আফগানিস্তানের বিপক্ষে চট করে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল।
ট্রাম্পের নির্বাচিত হওয়া বাংলাদেশে ট্রেন্ডিং থাকার কারণটা ভিন্ন। সেখানেও অবশ্য চট করে শব্দটার অবদান আছে। তবে তার কোনো বাস্তব প্রয়োগ নেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল দেখিয়েছে, কীভাবে চট করে কিছু করা যায়!
কাল শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ২৩৫। জবাবে ২ উইকেটে বাংলাদেশ করে ১২০ রান। যেকোনো বিচারে ভালো শুরু বলতে হবে। তবে সেই ভালো আর পর ভালো রইল কই!
সেখান থেকে ৫৩ বলের ব্যবধানে ২৩ রানে পড়ে বাংলাদেশের শেষ ৮ উইকেট। এর মধ্যে শেষ ৭ উইকেট পড়েছে ২৫ বলের মধ্যে। ফলাফল বাংলাদেশের ৯২ রানের হার, প্রিয় সংস্করণ ওয়ানডেতেও আফগানিস্তানের বিপক্ষে বড় হার। সেটাও মাত্র ২৩৫ রানের নিরীহ লক্ষ্যে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তো এমন কিছুই চায়। ট্রল, মিম বানানোর জন্যই বাংলাদেশ ক্রিকেট দলের এ যে দুর্দান্ত উপহার! এর পর থেকেই সেই রঙিন দুনিয়ায় জীবন যাপন করা অনেক মানুষ লিখছেন এভাবে, ‘৩ উইকেটে ১৩২ রান নিয়ে গেলাম প্রক্ষালনকক্ষে, ফিরে দেখি খেলা শেষ।’ শুধুই এটাই নয়; আছে আরও মজার মজার মিম। কেউ বলছেন, বাংলাদেশ দল আর যা–ই হোক, বিনোদন দিতে ভুল করে না।