ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, জানালার গ্রিলে স্ত্রীর




 রাজধানীর রামপুরা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা একটার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন মো. জুবায়ের (২১) ও মাইসা খাতুন (২০)। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।


রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী জুবায়ের তাঁর স্ত্রী মাইসাকে নিয়ে রামপুরার মাটির মসজিদ এলাকায় বাস করতেন। পুলিশ দুপুর ১২টার দিকে খবর পায়, এই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ। রামপুরা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে জুবায়ের ও তাঁর স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই দম্পতির মৃত্যুর বিষয়ে পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী জুবায়েরের সঙ্গে মাইসার দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের আগে থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর রামপুরার ভাড়া বাসায় সংসার শুরু করেন তাঁরা। আজ শনিবার ভোরবেলা জুবায়ের তাঁর এক চাচাতো ভাইয়ের ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা দেন। তাতে অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটি উল্লেখ করেন। পরে সেই ব্যক্তিই পুলিশকে খবর দেন।

পুলিশ কর্মকর্তা শাহাদাত হোসেন আরও বলেন, জুবায়েরের মরদেহ ঝুলে ছিল ফ্যানের সঙ্গে, আর মাইসার মরদেহ জানালা গ্রিলের সঙ্গে ঝুলছিল। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন হবে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url